দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
দোয়ারাবাজার সংবাদদাতা:
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্সে নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে দৈনিক সংগ্রাম, দোয়ারাবাজার সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিনকে সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালেব ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি (মানব জমিন) সহসভাপতি মো.বজলুর রহমান (জালালাবাদ)
আবু সালেহ মো.আলা উদ্দিন (ভোরের ডাক), এনামুল কবির মুন্না (এশিয়ান টিভি), যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ (শ্যামল সিলেট), শাহ মাসুক নাইম (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মামুন মুনশি (ইত্তেফাক), কোষাধ্যক্ষ সুহেল মিয়া (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন (জাগ্রত সিলেট), তথ্যপ্রযুক্তি সম্পাদক মো.ফারুক মিয়া (বাংলাদেশ সমাচার), সাংস্কৃতিক সম্পাদক শানুন ওয়াদুদ সাগর (দৈনিক সংবাদ দিগন্ত), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সানি (দৈনিক স্বদেশ),ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ (প্রতিদিনের কাগজ) প্রকাশনা সম্পাদক আবুবকর (চ্যানেল A1) সম্মানিত সদস্য ইসমাইল হোসেন (বিজয়ের কণ্ঠ),রফিকুল ইসলাম (সত্যকণ্ঠ সংবাদ), শাহ আলম সকালের (শিরোনাম), আব্দুল্লাহ আল মারুফ (জাগ্রত মাতৃভূমি)
এছাড়া ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, তারা হচ্ছেন আব্দুল করিম লিলুলিলু (সিলেট বাণী) মো.তাজুল ইসলাম (যুগান্তর), মাসুম হেলাল (বাংলা ভিশন)
এতে প্রধান নির্বাচনের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম হেলাল।
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/25/2025 08:24:00 PM
Rating:

No comments: